
বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং দুর্গাপুর ইউনিয়ন সচেতন নাগরিকের ব্যানারে ইউনিয়নের সব ধরনের দুর্নীতি, নাগরিক হয়রানি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে এবং ইউনিয়ন সচিব চন্দ্র ভূষণ দে-কে অপসারণের দাবিতে একটি গণ-আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ অক্টোবর, রবিবার এই গণ-আন্দোলনের অংশ হিসেবে দুর্গাপুর ইউনিয়নে গণস্বাক্ষর, মানববন্ধন, এবং নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় লিফলেট বিতরণ এবং জেলা প্রশাসক মহোদয়ের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
জেলা প্রশাসক মহোদয় দুর্গাপুর ইউনিয়ন সচিব চন্দ্র ভূষণ দে-কে দ্রুত অপসারণসহ স্থানীয়দের সব দাবিগুলো কার্যকর করার আশ্বাস দেন।
দুর্গাপুর ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন থেকে ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে ইউনিয়নের যেকোনো উন্নয়নমূলক কাজে এলাকাবাসীকে পাশে থাকার আহ্বান জানানো হয়।
সর্বশেষ খবর