
সরকারি লিজ দেওয়া খাস পুকুর দখলে নেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার সময় জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া গ্রামের কোঁচ পুকুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানায়, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন থেকে দুই একর আয়তনের কোঁচপুকুরে মাছ চাষ করছেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মন সহ তাদের লোকজন। পুকুরের আয় থেকে তারা সর্বজনীন দুর্গা ও কালি মন্দিরে পূজা পার্বণ সম্পন্ন করে থাকেন। শুক্রবার সকাল ৯ টার দিকে পাশের জিতারপুর গ্রামের মওলা, রব্বানী ও ছালামের নেতৃত্বে ১৫-২০ জন পুকুরটি তাদের দাবি করে মাছ ছেড়ে দিতে গেলে লিজ নেওয়া পক্ষরা বাধা দেয়।
এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষে বাধে। সংঘর্ষে নারী-পুরুষ সহ পেঁচুলিয়া গ্রামের ৬ জন এবং জিতারপুর গ্রামের একজন আহত হন। আহতরা হলেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মন (৭৫), মিঠুন চন্দ্র (২৬), বিজলী রাণী (৪০), অর্চনা রাণী (৪৩), পবিত্রা রাণী (৪৫) ও ভারতী রাণী (৪৫) এবং জিতারপুর গ্রামের আ: ছালাম (৫৫)।
লিজ নেওয়া পক্ষের পেঁচুলিয়া গ্রামের শুভ চন্দ্র জানান, মন্দিরের জন্য মৎস্য সমিতির নামে লিজ নিয়ে তারা দীর্ঘদিন থেকে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন । কিন্তু শুক্রবার জিতারপুর গ্রামের মওলা ও রব্বানীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুকুরে জোরপূর্বক মাছ ছেড়ে দেয়াড় চেষ্টা করে এবং পুকুরপাড় থেকে বাঁশ কাটতে থাকে। বাধা দিলে বাঁশের লাঠি ও কোদাল দিয়ে তারা মারপিট করে তাদের ৬ জনকে আহত করেন।
জিতারপুর গ্রামের আ: ছালাম বলেন,‘ওই পুকুরসহ পুকুরপাড়ের সাত বিঘা জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। যা পেঁচুলিয়া গ্রামের কোচ সম্প্রদায়ের লোকজন জোরপূর্বক দখল করে আসছে। আমরা শুক্রবার দখল নিতে গেলে তারা বাধা দেয়। তাদের বাধায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন,‘পুকুরের দখল নেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় উল্লেখ করে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি । তবে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর