
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে গাজীপুর জেলা শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় সোহাগ হোসেনের গ্রামের বাড়ি।
তিনি ভাওয়াল বদরে আলম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। এছাড়া গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর