
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে শান্তি (১৩) নামের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত শান্তি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া গ্রামের বাসিন্দা শরিফ মণ্ডলের মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ মে শুক্রবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ দৌলতদিয়া গ্রামে শরিফ মণ্ডলের মেয়ে শান্তি (১৩) তার ছোট ভাই ৫ বছর বয়সী শাহাদতের সাথে দুষ্টুমি করার সময় মায়ের হাতে বকা খেয়ে অভিমান করে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে পরে।
বিষয়টি শান্তির মা বুঝতে পেরে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে একদিন চিকিৎসা শেষে তার অবস্থা আরও অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় ১৬ মে শুক্রবার বিকেল ৪ টার দিকে সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে শাহবাগ থানা পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ তাদের হেফাজতে নেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং মৃত দেহের সুরতহাল প্রস্তুতপূর্বক পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর