নড়াইলে পৃথক দু’টি অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ সাতষট্টি হাজার সাতশত পঁচাশি টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগড়া পৌরসভার কুন্দশী মাছের আড়তের পশ্চিম পাশে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরাফাত আলী মুসল্লী (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে লোহাগড়া থানার কুন্দশী গ্রামের মৃত ফজলুর রহমান মুসল্লির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. রাজু আহমেদ ও এএসআই মো. ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া পৌরসভার কুন্দশী শাকিনস্ত কুন্দশী মাছের আড়তের পশ্চিম পাশে নড়াইল-ঢাকা মহাসড়কের দক্ষিণ পাশে আসামির বাড়িতে যাওয়ার পায়ে চলার রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপর একটি অভিযানে কুলসুম বেগম (৬০) ও মোসাঃ চায়না বেগম (৫২) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত কুলসুম বেগম লোহাগড়া থানার গোপিনাথপুর (ব্যাপাড়ীপাড়া) গ্রামের মৃত বিল্লুর খানের স্ত্রী ও চায়না বেগম একই গ্রামের মৃত আশরাফ খানের স্ত্রী। লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ব্যাপাড়ীপাড়া কুন্দশী ব্রিজের নিচে চায়না বেগমের বসতবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই এফ.এম হাসিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কুলসুম বেগম ও চায়না বেগমকে গ্রেফতার করে। এ ধৃত আসামিদের হেফাজতে হতে ৪০ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ সাতষট্টি হাজার সাতশত পঁচাশি টাকা জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর