
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনোনীত করা হয়েছে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মো. মঞ্জরুল ইসলাম রতনকে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সভায় তাকে সভাপতি মনোনীত করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা আমীর মো. আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে কর্মপরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আমীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে মনোনীত করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. মঞ্জরুল ইসলাম রতনকে। তিনি এ পদে দু’ বছর দায়িত্বে থাকবেন।
এদিকে সভাপতি দ্বি বার্ষিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। কমিটিতে সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, অর্থ সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, প্রচার সম্পাদক একজন ও সদস্য তিন জন নির্বাচিত হবেন। এরপরে সভাপতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মো. মঞ্জরুল ইসলাম রতন সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্নজন তাকে অভিনন্দন জানিয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর