
নীলফামারীর কিশোরগঞ্জে মসজিদ ভাঙচুর, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার কারণে রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাস ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি স্থানীয় বায়তুনূর জামে মসজিদের সামন থেকে বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রজনতা মসজিদ ভাঙচুর, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী, রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাস ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
স্লোগান দিতে থাকে- ঢাকা না দিল্লি, ঢাকা, ঢাকা। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় উপশহরের রাজপথ। তারা হত্যাকারীদের ও চিন্ময় কৃষ্ণ দাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র জনতার পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাইয়ুম, এবি মালেক, ওয়ারেছ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর