
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী মোঃ সাহেব শেখকে (৩৬) দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে।
মোঃ সাহেব শেখ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে একজন মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার (২২মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২মে) সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গা গ্রামের লোকজনদের সাথে পার্শ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এঘটনার জের ধরে দুপুরে সাহেব শেখ লক্ষীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে পেতে থাকা একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন আহত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।
আরমান/সাএ
সর্বশেষ খবর