
বিসিক শিল্প নগরীর কারখানাসমূহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ সোমবার (২ ডিসেম্বর) বিকালে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তারা বন্যায় ২১টি প্রতিষ্ঠানের ১৪ কোটি ৯২ লাখ ৪৬ হাজার টাকা ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
২১টি প্রতিষ্ঠানের বিভিন্ন কাঁচামাল তৈরীকৃত খাদ্য পণ্য, মোটর, ফ্রিজ, প্রক্রিয়াজাত ঔষধ, জেনারেটর, ইলেক্ট্রিক্যাল যন্ত্রাংশ ক্ষয়ক্ষতির বিবরন তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির সহ সভাপতি ও শামসুদ্দিন তাওয়েলস লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন কামরান, কোষাধ্যক্ষ ও জারা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, শতরুপা হ্যান্ডমেইড পেপারস মিলসের পরিচালক সালাউদ্দিন শামীম, ফেনী পাওয়ার মেইল পরিচালক আতিকুল আলম। এছাড়াও ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক জালাল উদ্দীন বাবলু উপস্থিত ছিলেন।
এসময় বিসিক মালিক সমিতির সহসভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান সাংবাদিকদের বলেন, আমাদের শিল্পপ্রতিষ্ঠান সমূহ ব্যাপক ক্ষতিগ্রস্ত। আমাদের প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত। এ পরিস্থিতিতে সরকার হতে আমরা সহযোগিতা চাচ্ছি। আমরা চাই সরকার আমাদের ব্যাংক ঋনসমূহ মওকুফ করে দিন। অথবা তা যদি না হয় তবে স্বল্প সুদে ব্যাংক ঋণ পরিশোধে সময় ও সুযোগ প্রদান করা হোক।আমাদের প্রতিষ্ঠান সমূহ ৩-৫ ফুট জলমগ্ন ছিল।
আমরা একই অনুলিপি প্রধান উপদেষ্টা কার্যালয়, বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট প্রেরণ করেছি। সরকার হতে ন্যূনতম সহায়তা যদি আমরা পাই এতেই মঙ্গল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর