
সংস্কৃতি ও অর্থনীতিতে দেশের সমৃদ্ধ একটি জেলা ফেনী৷ কিন্তু নানা কারণে দেশজুড়ে ফেনী সমৃদ্ধির এ বিষয়টি চাপা পড়ে আছে। ফেনীতে কর্মরত সকল সাংবাদিক যদি আন্তরিকভাবে বিষয়টি উপলব্ধি করতে পারেন, তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফেনীর সুনাম দেশজুড়ে ছড়িয়ে দেয়া সম্ভব হবে। বিগত সময়ে অনেক কিছু হয়েছে। আগামীতে এসব বাদ দিয়ে সবাই ফেনীর সুনাম ছড়িয়ে দিতে কাজ করবো।
বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভার শেষে ইউনিটির সদস্যরা ও অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার পর র্যালিতে অংশ নেন।
ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে ইউনিটির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জামায়েতের আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি একেএম আবদুর রহিম,ডি বিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি জাফর উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক ও আরিফুল আমিন রিজভী, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ,যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরএম আরিফুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির , শেয়ারবীজের ফেনী প্রতিনিধি কামরুল হাসান নিরব, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবুদুল্লাহ আল জোবায়ের।
এছাড়াও ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ, প্র থম আলো জেলা প্রতিনিধি আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সহ ইউনিটির সদস্য ও জেলার বিভিন্ন কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর