
ফেনীতে গত ১ সপ্তাহে শীতকালীন সবজির প্রভাবে বাজারে স্বস্তি ফিরেছে। ফেনী সদরের লেমুয়া বাজার, কালিদহ ইউনিয়নের নতুন বাজার, লস্করহাট বাজার, ফাজিলপুর বড় বাজার, ফরহাদনগরের কে এম হাটবাজার প্রত্যক্ষ করে দেখা যায় বাজারে শীতকালীন সবজির সয়লাব।
অন্যান্য সময়ের চাইতে বাজারে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শিম, শিমের বিচি ইত্যাদি স্বল্প মূল্যে ক্রেতারা কিনতে পারছেন। তবে দাম বেড়েছে নতুন আলুর।
বাজারগুলো প্রত্যক্ষ করে দেখা যায়, টমেটো ১২০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, ফুলকপি ৫০ টাকা, ধনে পাতা মুঠি ১০ টাকা, কুমড়ার শাক ২৫-৩০ টাকা, লাল শাক ২০ টাকা, শিম ৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। নতুন আলু ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। পুরাতন আলু ৬০ টাকা।
তবে দাম বেড়েছে ব্রয়লার মুরগির।কেজিতে ১৫ টাকা বেড়ে ১৬৫ টাকা ধরে বিক্রি হচ্ছে যাহ গেল সপ্তাহে কেজি ছিল ১৫০-১৫৫ টাকা ধরে। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। হাড্ডি সহ গোস্ত ৭৫০-৮০০ টাকা হাড্ডি ছাড়া ৮৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের কাছে বাজারের দর নিয়ে জানতে চাইলে সুকুমার বড়ুয়া জানান, সবজিতে স্বস্তি মিলেছে। মনে হচ্ছে আগেকার দিনে ফিরে যাচ্ছি যে ৩০০ টাকায় কাঁচা সবজি হরেক রকমের পাচ্ছি। তবে গরিবের মাংস ব্রয়লার মুরগীর দাম নিয়ে ব্যাপক শঙ্কা প্রকাশ করেন শেখ মহিউদ্দিন নামে এক কৃষক। তিনি জানান, গরুর মাংস খেতে পারি না কুরবানি ব্যতীত। ব্রয়লার দিয়ে ভাত দু-মুঠো খেলেও এখন তাতেও আগুন ছুঁয়েছে।
ফেনী ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচালক কাউসার মিয়া জানান, নিয়মিত বাজার দর পর্যবেক্ষণ করছি। তবে গ্রামীণ বাজারগুলোতে তেমন যেতে পারছি না। বাজারে স্বস্তি ফিরেছে এসব জিনিসে এমনটি জানিয়েছেন ক্রেতারা।
ফেনী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়েজ আহমেদ জানান' খাদ্যে নানাবিধ সিন্ডিকেটের ফলে মুরগির খাদ্যের দাম অপরিবর্তিত রয়েছে। এতে ব্যবসায়ীরা উচ্চমূল্যে এখনও বিক্রি করছে। ফলে পাইকারি ও খুচরার তফাত কমচে না।এতে মুরগী ১৭০ টাকার ছকে আটকিয়ে আছে।'
এ বিষয়ে কথা হয় দাউদপুর পোল্টির নজরুল ইসলামের সাথে। তিনি জানান, ভবিষ্যতে কেউ খামার ব্যবসায় না জড়ানো উচিত। কারণ খাদ্য, ওষুধসহ সকল পণ্যের দাম আকাশচুম্বী। এবারের বন্যায় খামারিরা অস্তিত্বের সংকটে ভুগছে।
মমতাজ মিয়ার হাটে পোল্ট্রি ব্যবসায়ী কাউচার ফরায়েজি জানান, মুরগির খাদ্য সিন্ডিকেট ভাঙ্গতে সরকার একটি অভিযান পরিচালনা করতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর