
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি অংশ হিসেবে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সবুজ বাংলা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।
পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধিত জয়িতারা হলেন- শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে জয়িতা ফরিদা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে বেগম লুৎফর নাহার, অর্থ উপার্জনে অবদানে ফারহানা আক্তার লাকি, সফল নারী রওশন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করায় রোকসানা আক্তার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর