
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ৮ম আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনী জেলা শাখা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরায় আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর আহ্বায়ক মাওলানা মুফতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ওয়ালী উল্যাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রাম এর ফেনী প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম ও ডি বিসি ফেনী প্রতিনিধি আবু তাহের।
এসময় সম্মেলনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা ফেনীর আহবায়ক মাওলানা মুফতি আবদুল ফাত্তাহ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন- ৮ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দকে সম্মেলন এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আপনাদেরকে কষ্ট দেয়ার উদ্দেশ্য হচ্ছে, এই সম্মেলন সর্বাঙ্গীণ সফল করার জন্য আপনাদের ভূমিকা, আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা কামনা। প্রোগ্রামস্থলে আপনাদের বসার, কাজ করার জন্য সব রকম সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ্। তারপরও সম্মেলন সফল করতে আপনাদের পরামর্শ থাকলে জানালে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা করব।
এই সম্মেলনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে ফেনীর ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের মাধ্যমে সারা বিশ্বে এই সম্মেলনের মাধ্যমে দেশের সুনাম, সুখ্যাতি উজ্জ্বল হোক এই কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনীর সহ সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ, সহ-অর্থ মাওলানা জাহের, দপ্তর সম্পাদক মাওলানা জহির ও সদস্য মাওলানা মনসুর হাল্লাজসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর