
শর্শদীর আবুপুর খানে বাড়িতে মাদক ও চোরাকারবারি চক্রের অন্যতম হোতা আবুল হাশেমের গ্রেফতার ও বিচারের দাবিতে। এলাকাবাসী মানববন্ধন করেন।এসময় গ্রামের নারীরাও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আবুল হাশেম,নজরুল ইসলাম, নাছির উদ্দিন, ইসলাম উদ্দিন বাবুল,ফারুক আহমেদ সহ প্রমুখ।
এসময় চোর চক্রের আবুল হাশেমের অতীতের বিভিন্ন চুরির বিষয়ে অবহিত করেন।জানে আলমের সময়ে আবুল হাশেম গরু চুরি,ছাগল চুরি,মাদক ক্রয় বিক্রয় সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। ফেনী মডেল থানায় হাশেমের নামে বিভিন্ন মামলা রুজু করা হয়। এ বিষয়ে সমাজপতি নজরুল ইসলাম বলেন, ঘটনা চলাকালীন আমি ঢাকাতে অবস্থান করি।পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতায় আমি একটি স্ট্যাম্প আনার সিদ্ধান্ত প্রদান করি।পরবর্তীতে স্ট্যাম্পে সাক্ষর করে আবুল হাশেমের খায়েরের বিরুদ্ধে থানায় মামলা করে।এ বিষয়ে সামাজিক নির্দেশনা হাশেম অমান্য করেছে।
স্থানীয় নারীরা জানান,হাশেম দীর্ঘদিন যাবৎ চুরি ডাকাতিতে লিপ্ত।তার নামে একাধিক মামলা ও থানায় রয়েছে। হাশেম ছোট বাচ্চা হতে আবাল বৃদ্ধ সবার নিকট মাদক বিক্রি করে।হাশেমের বিচারের দাবি জানাই।
জোৎসা আক্তার নামে এক মহিলা জানান,হাশেম নিজের ঘর ভেঙে বর্তমানে খায়েরে বিরুদ্ধে মামলা করেছে টাকার জন্য। এ বিষয়ে স্থানীয়রা হাশেমের বিচার দাবি করেন।
এ বিষয়ে জানতে হাশেমের খোঁজ করলে তাকে এলাকায় পাওয়া যায় নি। স্থানীয়রা জানান,হাশেম বর্তমানে পলাতক।
শাকিল/সাএ
সর্বশেষ খবর