
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২জন আহত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ২০/৩০জন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যায়।
এসময় বিএনপি কার্যালয়ে পূর্ব থেকে অবস্থান নেওয়া জেলা বিএনপির উপদেষ্টা ড. এম.এ মুহিতের সমর্থকদের সাথে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে গোলাম সারোয়ারসহ তার অন্যান্য কমী-সমর্থর্কদের ধাওয়া দেয় এবং লাঠিপেটা করা হয়। এতে দুপক্ষের অন্তত ২২জন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে তাৎক্ষনিক নিজ বাসভবনে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা গোলাম সারোয়ার অভিযোগ করে বলেন, নেতাকর্মী নিয়ে দলীয় অফিসের প্রবেশের সময় ড. এম. এ মুহিতের সমর্থক নেতার্কর্মীরা আমাকে অফিসে প্রবেশে বাধা দেন। এসময় উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা হকিষ্টিক, লোহার রড ও পাইপ দিয়ে আমাদের মারধর করেন। এতে আমার অন্তত ১৫-২০জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সন্মেলন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুজ্জামান আরিফসহ অন্যান্যরা বলেন, শাহজাদপুরের রাজনীতির সাথে গোলাম সরোয়ারের কোন সম্পৃক্ততা নেই।
মূলত সে কেন্দ্রে রাজনীতি করে। বিগত ১৬ বছরে শাহজাদপুরের নেতাকর্মীর সাথে রাজনীতির মাঠে থাকে নাই। উপজেলার নেতাকর্মীদের না জানিয়ে হঠাৎ করেই সুবিধাবাদি ও আওয়ামীলীগের সাবেক এমপি চয়ন ইসলামের কিছু অনুসারী নিয়ে দলীয় অফিসে প্রবেশের চেষ্টা করে।
এসময় উপজেলা বিএনপি-ছাত্রদল ও যুবদলের কোন নেতৃবৃন্দ না থাকায় তৃণমুলের নেতাকর্মীরা তাকে প্রতিহত করার চেষ্টা করলে গোলাম সরোয়ারের অনুসারীরা ২জন নেতাকর্মীকে মারপিট করলে ধাওয়া দেয়ার ঘটনা ঘটে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর