
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কর্তৃক আয়োজিত 'গোল্ডেন অ্যাওয়ার্ড-২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী '২৫ উদ্যাপন উপলক্ষ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার প্রমুখ।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাহসী সাংবাদিকতায় দৈনিক জবাবদিহি, দৈনিক রূপালী বাংলাদেশ, বিডি২৪লাইভ সহ একাধিক পত্রিকার সিনি. স্টাফ ও নাগরপুর প্রতিনিধি, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং প্রেসক্লাব সদস্য ডা. এম এ মান্নান, দৈনিক সংগ্রাম সহ একাধিক পত্রিকা ও অনলাইন সাংবাদিককে মানবিক, সাংগঠনিক হিসেবে গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।
সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড২৪” প্রদান করা হয়।
গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যক্তিত্ব শের এ বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বন্যাসহ দেশের প্রাকৃতিক দুর্যোগে নিবেদিত হয়ে কাজ করছে আমাদের এই সংগঠন।
সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা। আজ সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও শত শত সাংবাদিকদের মিলনমেলায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে।
কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর