
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার।
অভিযানকালে বাজার থেকে মোট ৩২ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, ফুলবাড়িয়া থানার এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার জানান, "পিরানহা একটি আক্রমণাত্মক প্রজাতির মাছ, যা দেশীয় জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাই এই মাছের ক্রয়-বিক্রয় আইনত নিষিদ্ধ।"
তিনি বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের এ ধরনের মাছ কেনাবেচা না করার ব্যাপারে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর