
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘দ্যা হিস্ট্রি অ্যান্ড ফিউচার অফ নার্সিং ইন জাপান অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দেশের নার্সিং পেশার উন্নয়নে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জাতীয় পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এধরনের লেকচার সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেসের সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি মূল প্রবন্ধে টেকসই উন্নয়নে নার্সিং পেশার ভূমিকা, নার্সিং পেশার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এতে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর