
বরগুনায় এক মামলায় জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার সময় আরেক মামলায় জেলগেটের সামনেই গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান বাদল খানকে।
বৃহস্পতিবার (১ মে) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
গ্রেপ্তারকৃত বাদল খান আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাওড়া ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাত ১০টার পর বরগুনা সদর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১০ এপ্রিল আমতলীর একটি অনাথ আশ্রমের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়ে বরগুনা কারাগারে ছিলেন বাদল খান। বুধবার রাতে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার পরই জেলগেটের সামনে থেকে তাকে ফের গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।
স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত বাদল খানের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, দুর্নীতি, দখলবাজি ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। জেলার একাধিক সাংবাদিক তার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়ছে একাধিক।
এ বিষয়ে বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, “দলীয় প্রভাব ও টাকার জোরে বাদল খান বারবার সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।”
বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “বাদল খান বরগুনা থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তাধীন আসামি।
তাকে বরগুনা কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর