
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজীর মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাহাজ কাজী শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে রাহাজ কাজীকে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর