
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে।
তাই আগামী ৫ মে আদালত চত্বরে বা রাস্তায় ভিড় না করার জন্য আমি নাগরিকদের প্রতি অনুরোধ করছি। বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পাওয়ার দাবিতে দায়েরকৃত মামলার বিষয়ে শনিবার (৩ মে) সকালে বরিশাল প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, ঢাকা ও চট্টগ্রামে যদি মেয়র পদ ফিরে পেতে পারে তাহলে বরিশালেও দেওয়া উচিত। কারণ দেশের সকল আইন সবার জন্য সমান। ২০২৩ সালের সিটি নির্বাচনে আওয়ামী সরকারের সমর্থিত নৌকার প্রার্থীকে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার মেয়র পদে বসিয়েছিল।
ওই সময় কেন্দ্র দখল থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে তারা করেনি। তাই সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবৈধ মেয়র পলায়নে বরিশালের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এ কারণে আরো দুই সিটির নিয়ম অনুসারে বরিশাল আদালতে হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচনে বিজয়ীর আদেশের জন্য দায়েরকৃত মামলার সুসম নিয়ম ঘটবে এমনটাই আশা করছি।
সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করীম আরও বলেন, নির্বাচন বাতিল নয়; জনগণের ভোটের প্রতিফলন চাই। হাতপাখার পক্ষে বিপুল ভোট ছিল কিন্তু প্রশাসন ও সরকারি বাহিনীর সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবিতে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়।
একইভাবে মেয়র ঘোষণার দাবিতে একই আদালতে আবেদন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর