
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃত্তিডাঙ্গা বাজার এলাকার পাশে একটি গুদামের তালা কেটে রাতের আধারে ১৪০ বস্তা ধনে চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।
দীর্ঘদিন ধরে ওই গুদামে পাট পেঁয়াজ ধনেসহ বিভিন্ন মালামাল ক্রয় করে রেখে আসেন ওই ব্যাজারের সুনামধন্য তরুণ ব্যবসায়ী মেসার্স শাওন ট্রের্ডাসের স্বত্বাধিকারী সোহানুর রহমান। বিগত দিনে তার গুদামে এমন কোন ঘটনা ঘটেনি।
সোহান জানান, ফরিদপুর থেকে ওই ধনে ক্রয় করে গত ২৪ এপ্রিল এখানের গুদামে রাখা হয়, এর মধ্যে ওই গুদামে আর যাওয়া হয়নি, গত ২ মে গুদামে গিয়ে তালাকাটা অবস্থা দেখতে পায় পরে ভিতরে গিয়ে দেখা যায় ১৪০ বস্তা ধনে নাই যা একটি পিকাপ ভ্যানে নেওয়া সম্ভব পরিমাণের মাল তারা নিয়ে গিয়েছে।
এ ব্যাপারে সোহানুর রহমান বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি শরিসা ইউনিয়নের বীট অফিসার এস আই শ্রীবাস এটা তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে বৃত্তিডাঙ্গা বাজারে কোন সিসি ক্যামেরা নেই, যে গুদাম থেকে এ মালামাল চুরি হয়েছে তা পাহারাদারদের এরিয়ার বাইরে বলে জানা গেছে। তবে এ ঘটনার আগে বাজারের গুদাম থেকে পাট চুরির ঘটনাও ঘটেছিল তখনই সিসি ক্যামেরা স্থাপনের কথা থাকলেও অদৃশ্য কারণে তা লাগানো হয়নি। এখন তা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও গুদাম মালিক আবুল কালাম জানিয়েছেন।
রবিবার সরেজমিনে ওই বাজারে গিয়ে দেখা যায় বাজারের ৮টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে, বাজার এলাকায় ১৬ টি সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানাগেছে, তবে একটি মহল সিসি ক্যামেরা লাগাতে ব্যাঘাত সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে। তবে বর্তমানে যারা বাজারের দায়িত্বশীল রয়েছে তারা বাজাটাকে সিসি টিভির আওতায় আনতে চেষ্টা করছেন বলেও জানান বাজার সমিতির একাধিক ব্যক্তিবর্গ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর