
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে৷ এতে মোজাম্মেল হককে আহ্বায়ক ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক পদে এসেছেন।
রোববার (৪ মে) সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদিক বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্যের নতুন এ কমিটি অনুমোদন দেন। মোজাম্মেল ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ও আকাশ আলী সদস্য ছিলেন। এছাড়া কমিটিতে স্থান পাওয়া বাকি সবাই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
নতুন কমিটিতে আহবায়ক ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য সদস্যরা হলেন- মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো. ইহতেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ, হৃদয় হাওলাদার।
এর আগে শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর