
বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৪ মে) সকালে গ্রেপ্তারকৃতদের ছেড়ে নিতে জামায়াতে শতাধিক নেতাকর্মী নন্দীগ্রাম থানায় উপস্থিত হন। এসময় উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন থানার পুলিশ সদস্যরা।
জানা গেছে, দৈনিক ভোরের ডাক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম বুধবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পাশে মারপিটের শিকার হন। এ ঘটনায় তার মা নাজমা বিবি বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন। শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রিধইল গ্রামের জামায়াত কর্মী জাকারিয়া হোসেন, কৈগাড়ী গ্রামের আতিকুল ইসলাম। এছাড়া মামলায় কৈগাড়ী গ্রামের আব্দুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকালে থানায় এসে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। মামলায় নাম উল্লেখ করে সাত জনকে আসামি করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান ও নাজমুল হুদাকে আসামি করা হয়েছে।
এবিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান বলেন, মিথ্যা মামলায় আমাদের ওই কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এটি জানার জন্য থানায় গিয়েছিলাম। ওসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ায় তাদের বের করার চেষ্টা চালাচ্ছি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু মুসা সরকার বলেন, আমরা প্রাথমিক তদন্তে তাদের নাম পেয়েছি। এজন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। জামায়াতের লোকজন থানায় এসে বিভিন্ন স্লোগান দিয়েছে। পরে তাদের নেতাদের সাথে কথা বলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর