
৪৩ তম বিসিএসের গেজেট বঞ্চিত শিক্ষার্থীদের আমরণ অনশনে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। অনশনকারীদের দাবি বাস্তবায়নে আগামীতে তাদের সব কর্মসূচিতে সমর্থন প্রদান করার অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।
রোববার (৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এ অভিমত প্রকাশ করেন তিনি।
এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আপনারা নির্দিষ্ট আল্টিমেটাম দেন, আমরা আপনাদের পাশে থেকে প্রয়োজনে মন্ত্রণালয় ঘেরাও করবো।
তিনি বলেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগানের মাধ্যমে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের কাছে মেধার অধিকার আদায়ের জন্য আমরণ অনশন করতে হচ্ছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এমনকি যে সরকারে নিজেদের ছাত্রপ্রতিনিধি রয়েছে, কিছু হলেই যেখানে তাদের বিদ্যুৎ গতিতে ছুটে আসার কথা সেখানে তার বিন্দুমাত্র লেশ পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করেছি। আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাকে রাজু ভাস্কর্য, টিএসসি ও লাইব্রেরির সামনে ফুটবলের মতো মারা হয়েছে। আঘাতের চিহ্ন এখনো শরীরে রয়ে গিয়েছে। কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে অবস্থান করেছি।
তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।তাই অনেক সময় আবেদনের ফি এর জন্যই অনেক মা-বাবাকে জমি বিক্রি করতে হয়। আবার এক চাকরি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে ২ থেকে ৩ বছর লেগে যায় যা চাইলেই ১ বছরে শেষ করা যায়। এ সময় ছাত্রলীগের পদধারী নেতাকর্মী বাদে অন্য সব মেধাবী শিক্ষার্থীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর