
খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (হিল ভিডিপি) অ্যাডভান্স কোর্স প্রশিক্ষণার্থীদের ফায়ারিং অনুশীলন সম্পন্ন হয়েছে। রবিবার (৪ মে) সকাল ১০ টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ফায়ার বাটে এ ফায়ার অনুশীলন সম্পন্ন হয়।
ফায়ার অনুশীলনের সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ট্যান্ড মো. আরিফুর রহমান পিপিএম উপস্থিত ছিলেন।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলার কর্মকর্তা রোকেয়া পারভীন, সদর উপজেলা প্রশিক্ষক সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক মো. ফজলুর রহমান ও অন্যান্য দায়িত্ব প্রাপ্ত প্রশিক্ষকবৃন্দরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খাগড়াছড়ি পার্বত্য জেলার চেঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রে গত এপ্রিল মাসের ৪ তারিখে ২৮ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত মোট ৬০ জন হিল ভিডিপির সদস্যদের আরও দক্ষ ও অভিজ্ঞ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় খাগড়াছড়িতেও এই আয়োজন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর