
সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণ এবং পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ মে) ফেডারেল ব্যুরো অফ প্রিজনসকে এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর এবং হিংস্র অপরাধীদের রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলুন!’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা যখন আরও গুরুতর জাতি ছিলাম, তখন আমরা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আটকে রাখতে এবং ক্ষতি করতে পারে মানুষদের থেকে তাদের দূরে রাখতে দ্বিধা করতাম না।’
এর আগে ১৯৬৩ সালে বন্ধ হয় আলকাট্রাজের ফেডারেল কারাগারটি। বন্ধের আগে আল ক্যাপোনের মতো কুখ্যাত মার্কিন অপরাধীদের রাখা হতো কারাগারটিতে। এটি এখন সান ফ্রান্সিসকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি।
ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কারাগারটি পুনরায় চালু করা আমার মনের আসা ছিল এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। এটি আইন-শৃঙ্খলার প্রতীক।’
দ্বীপের অবস্থান, ঠান্ডা জল এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আলকাট্রাজ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বন্দির পালানোর রেকর্ড নেই। যদিও পাঁচজন বন্দিকে "নিখোঁজ এবং ডুবে মৃত্যু" হিসেবে তালিকাভুক্ত করা হয়।
ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের ওয়েবসাইট বলছে, আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ দ্বীপের অবস্থানের কারণে এটি পরিচালনা চালিয়ে যাওয়া খুব ব্যয়বহুল ছিল। যে কোনো ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ব্যয়বহুল ছিল বলেও জানানো হয় এতে।
প্রাক্তন হাউস স্পিকার এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ন্যান্সি পেলোসি রিপাবলিকান রাষ্ট্রপতির এই পরিকল্পনাকে অগ্রাহ্য করেছেন। এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, ‘ষাট বছরেরও বেশি সময় আগে আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি এখন অত্যন্ত জনপ্রিয় জাতীয় উদ্যান এবং প্রধান পর্যটন আকর্ষণ। ট্রাম্পের প্রস্তাবটি গুরুত্বপূর্ণ নয়।’
রার/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর