
১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্রী কথা বলতে রাজি না হওয়ায় সহপাঠীর হাতে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধর জেলায়। রোববার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে রাজ্য পুলিশ। খবর এনডিটিভির।
শনিবার উমরবান পুলিশ ফাঁড়ির আওতাধীন একটি কৃষিক্ষেত থেকে ওই ছাত্রীর মৃতদেহ পাওয়া যায় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের ধর জেলায় ১৭ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ায় তাকে হত্যা করেছে তার সহপাঠী ।
পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, জেলা সদর দপ্তর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উমরবান পুলিশ ফাঁড়ির আওতাধীন একটি কৃষিক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গীতেশ গর্গ বলেন, হত্যার বিষয়টি জানার পর তারা তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে তারা জানতে পারেন যে এক সহপাঠী মেয়েটিকে হয়রানি করছিল। এরপর সন্দেহভাজন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত কিশোর হত্যার কথা স্বীকার করেছে। সে পুলিশকে জানায়, মেয়েটি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়ার পর সে বিরক্ত ছিল। তবে অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ বলছে, শুক্রবার রাতে অভিযুক্ত কিশোর মেয়েটিকে ওই কৃষিক্ষেতে তার সঙ্গে দেখা করতে বলে। পরে সেখানেই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ফরেনসিক প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রার/সা.এ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর