
জামালপুরের সরিষাবাড়ীতে বাপ্পী মিয়া (১৪) নামের মাদরাসা শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
সোমবার (৫ মে) ভোর সাড়ে ৬টায় উপজেলার বলারদিয়ার মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পাটাবুগা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলা বলারদিয়ার মধ্যে পাড়া গ্রামের চায়ের দোকানদার কালু মিয়ার পুত্র বাপ্পী মিয়া পরিবারের সকলের সাথে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যায়। সোমবার ভোরে শিক্ষার্থীকে তার পরিবার ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে কক্ষে গেলে ঘরের ধর্নার সাথে রশি দিয়ে গলায় ঝুলানো অবস্থায় তাকে দেখতে পান।
পরে পরিবারের এবং স্থানীয় লোকজন ঝুলন্ত লাশ নামিয়ে ফেলেন বলে কালু মিয়া নিশ্চিত করেন। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া ঘটনাস্থলে ছুটে যান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবার কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর