
দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও তাদের ‘ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচ শুরু করেছে। তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ, প্রফেশনাল নেটওয়ার্ক এবং ক্যারিয়ার বিকাশে সহায়তার লক্ষ্যেই এই উদ্যোগ।
২০২৩ সালে প্রথম ব্যাচের সফলতা পর্ব শেষ হওয়ার পর, চলতি বছরের ১৭ এপ্রিল দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন আয়োজন করা হয় হাইব্রিড ফরম্যাটে। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজেই অংশগ্রহণের সুযোগ পান।
প্রথম ধাপে পাঠাও-এর ওয়েবসাইট ও অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া ৫,০০০-এর বেশি আবেদন থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ১০৫ জন শিক্ষার্থী দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হন। কঠিন প্রতিযোগিতা শেষে ২৪ জন মেধাবী শিক্ষার্থী চূড়ান্তভাবে অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন।
নতুন অ্যাম্বাসেডররা এসেছেন দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP), আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST) প্রভৃতি থেকে।
এই প্রোগ্রামের আওতায় নির্বাচিতরা পাবেন মেন্টরশিপ, লিডারশিপ প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ। পাশাপাশি, অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পাঠাও গিফট প্যাক ও সার্টিফিকেট। যারা প্রোগ্রামে বিশেষ পারফরম্যান্স দেখাতে পারবে, তারা পাঠাও-তে সরাসরি ইন্টার্নশিপের সুযোগও পাবে।
পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা বিশ্বাস করি, তরুণরাই দেশের ভবিষ্যৎ। এই প্রোগ্রামের মাধ্যমে তাদের মাঝে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও বাস্তব জগতের সঙ্গে সংযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর