
ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা চালকদের বিরোধে ডাকা বাস ধর্মঘট মঙ্গলবার (৬ মে) তৃতীয় দিনের মতো চলছে। গত দুই দিনের মতো আজও জেলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি।
বাস চালকের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন।
যাত্রী পরিবহন বন্ধ রেখেছে সিএনজি অটোরিকশাও। এতে ৬ উপজেলার সঙ্গে জেলা সদরের সহজ যোগাযোগ বন্ধ রয়েছে। দীর্ঘ ৩ দিন বাস বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বিকল্প উপায়ে মাইক্রো, মোটরসাইকেল ও ইজি বাইকে গন্তব্যে পৌঁছতে সময়ের পাশাপাশি ভাড়া গুনতে হচ্ছে দুই তিন গুন। দুই পক্ষের বিরোধ মিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি যাত্রীদের।
তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মন্নান। তিনি জানান, মহাসড়কে অবৈধ থ্রিহুইলার চলাচল বন্ধ ও বাস চালকের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে দুই পক্ষের বিরোধ মিটিয়ে যাত্রী দুর্ভোগ লাঘবে আজ মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সভা ডেকেছেন জেলা প্রশাসক। অটোরিকশা ও হালকা যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাকসুদুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে সভা ডাকা হয়েছে। সেখানে বসেই বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়া হবে।
মূলত রাস্তায় চলাচল ও যাত্রী তোলা নিয়ে গত রোববার বিকেলে বাস ও অটোরিকশা চালকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর