
খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হয় ৯ এপ্রিল এবং শেষ হয় ৬ মে। এতে জেলার ৯টি উপজেলা থেকে বাছাইকৃত ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শারীরিক প্রশিক্ষণ, ড্রিল, অস্ত্রচালনা ও তাত্ত্বিক ক্লাস অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জামতলি আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন)-এর পরিচালক মো. আমিন উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা ভিডিপি সদস্যদের মানব নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরের কর্মকর্তারা বাহিনীর উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে দিকনির্দেশনা দেন।
৪ মে খাগড়াছড়ি পুলিশ লাইনে ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা ৭.৬২ মিমি রাইফেল দিয়ে ১০ রাউন্ড করে মোট ৬০০ রাউন্ড ফায়ারিং করেন। এতে ১০ জন গ্রুপিং ফায়ারিংয়ে সাফল্য অর্জন করেন।
সমাপনী দিনে ২৭ জন প্রশিক্ষণার্থীকে ‘চৌকস’, ‘বেস্ট ড্রিল’, ‘বেস্ট ফায়ারার’, ‘বেস্ট একাডেমিক’সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
প্রশিক্ষণের শেষ দিনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়, যেখানে প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর