
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার ধর্মপুর এলাকার মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি সড়ক দুর্ঘটনা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর