
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফজলুল হক নামে এক দরিদ্র পানচাষীর পানের বরজ রাতের আঁধারে কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে চাষীর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ মে) গভীর রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতৈল গ্রামে।
ক্ষতিগ্রস্ত চাষী ফজলুল হক জানান, তার পরিবারের একমাত্র জীবিকার উৎস ৩৫ শতক জমিতে গড়া এই পানের বরজ। গত দশ বছর ধরে এই বরজ থেকেই তিনি বছরে ৪ থেকে ৫ লাখ টাকা আয় করে আসছেন। সম্প্রতি বরজের পরিচর্যায় দুই লাখ টাকা বিনিয়োগের পর পানের উত্তোলন শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে বরজে গিয়ে দেখতে পান—অন্তত এক-তৃতীয়াংশ জমির পানের গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রতিটি চারা গাছ মাটিতে নুয়ে পড়ে বিনষ্ট হতে শুরু করে।
এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কাটা গাছ হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও এলাকাবাসী জানান, বেলতৈল গ্রামে পূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকলেই রাতের আঁধারে বাগান কেটে ফেলার প্রবণতা দেখা যায়। তবে এসব ঘটনার পরও অপরাধীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “পানের বরজই ছিল ফজলুল হকের জীবিকার একমাত্র অবলম্বন। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর