
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ বিরাজ করছে স্থানীয় মুসল্লিদের মাঝে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নির্দেশে এসিগুলো বন্ধ করা হয়। ঘটনাটি ঘিরে মঙ্গলবার (৬ মে) আসরের নামাজের পর মুসল্লিরা মসজিদ চত্বরে কয়েক মিনিটের শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিদের একজন সোহেল মাহমুদ খান বলেন, ইউএনও বলেছেন, মসজিদে এতগুলো এসি লাগানো ঠিক হয়নি। এমনকি প্রশ্ন করেছেন- কে এসি বসাতে বলেছে।
স্থানীয় কামরুল ইসলাম বলেন, বহু বছর ধরে এই মসজিদে নামাজ পড়ি। এমন সিদ্ধান্ত আগে কখনও কেউ নেয়নি। আমরা ইউএনওর সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী জানান, মসজিদের ফান্ডে এখন অর্থ সংকট চলছে। ফলে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নির্দেশেই এসি বন্ধ রাখা হয়েছে। তবে এসি কবে চালু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল বলেন, গত তিন মাসে মসজিদের বিদ্যুৎ বিল প্রায় ৭০ হাজার টাকা এসেছে। এই কারণেই আপাতত এসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর