
চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকালকেও এ জেলায় তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ায় গরমের তীব্রতাও বেড়েছে। তীব্র রোদে মানুষের বাইরে আসা দুষ্কর হয়ে পড়ছে। রোদ ও গরম থেকে বাচঁতে বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া প্রখর রোদে কেউ ঘরের বাইরে বেড়াচ্ছে না।
বেড়ালেও রোদ থেকে বাচঁতে ছাতা মাথায় দিয়ে বাইরে আসছে সাধারণ মানুষ। এই তীব্র গরমের কারণে সদর হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের সতর্ক থাকতে হবে। সেইসাথে যথাসম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মাঝারি তাপপ্রবাহ কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে যাবে হিট স্ট্রোকের আশঙ্কা।
এদিকে, দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর