
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে সৈয়দ টোকন আলী (৬০) নামে এক কৃষক মারা গেছেন। হামলায় নিহতের দুই ছেলে ও এক নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টোকন আলীর মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত টোকন আলী লোহাগড়া উপজেলার করফা গ্রামের বাসিন্দা ও মৃত নবাব মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে ব্যবহারের একটি ভ্যানকে কেন্দ্র করে সৈয়দ টোকন আলীর সঙ্গে তার চাচাতো ভাইদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী ও ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী এবং সৈয়দ হৃদয় আলীসহ বাড়িতে থাকা ধান কাটার শ্রমিকরা দেশীয় অস্ত্র নিয়ে টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় টোকন আলী ছাড়াও তার ছেলে সৈয়দ রুবেল আলী, সৈয়দ রাজু আলী এবং পরিবারের এক নারী সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে টোকন আলীকে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর