
জামালপুরের দেওয়ানগঞ্জে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এ বাছুরকে এক নজর দেখতে গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের মৌলভীর চর গ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের গাভী বৃহস্পতিবার (৮ মে) বিকেলে একটি ছয় পা বিশিষ্ট বাছুর প্রসব করে। সকাল থেকেই গাভীর প্রসবের লক্ষণ দেখা গেলেও স্বাভাবিকভাবে বাছুর প্রসব না হওয়ায় স্থানীয় দুই পল্লি চিকিৎসক শফিকুল ইসলাম তরফদার ও নুরুল ইসলাম বুলবুলের যৌথ প্রচেষ্টায় বিকেল সাড়ে চারটার দিকে সফলভাবে প্রসব করানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, “এটি একটি জন্মগত ত্রুটিযুক্ত বা বিকলাঙ্গ বাছুর। সাধারণত ভ্রূণের বিকাশজনিত জেনেটিক ত্রুটির কারণে এমনটি ঘটে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘Polymelia’ বলা হয়। এই অবস্থা মূলত Dysplasia বা Conjoined Twins (আংশিক জোড়া যমজ) অবস্থার কারণে হয়ে থাকে, যেখানে দুটি ভ্রূণ সম্পূর্ণরূপে পৃথক হতে না পেরে একটি দেহে যুক্ত থাকে।”
তিনি আরও বলেন, “এই ধরনের বাছুর সাধারণত দীর্ঘদিন বাঁচে না, কারণ তাদের শরীরের কাঠামো স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে পারে না।”
এদিকে, খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ বাছুরটি দেখতে ভিড় করেন মোতালেব হোসেনের বাড়িতে। অনেকেই মোবাইল ফোনে বাছুরের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর