
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ট্রাক, ট্রাংলারি ও কাভার্ডভ্যান থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছেন ট্রাক মালিকদের একটি অংশ। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংলারি ও কাভার্ডভ্যান মালিক সমিতির নামে প্রতিটি ট্রাক থেকে ৩০ টাকার রশিদে জোরপূর্বক ১৫০ টাকা আদায় করা হচ্ছে। কেউ আপত্তি করলে চালক বা মালিককে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
গত ৫ মে সন্ধ্যায় এমনই এক ঘটনায় ট্রাক মালিক আব্দুস সালেককে আটকে রাখা হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ট্রাক মালিকদের অভিযোগ, এই ধরনের চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান বলেন, “বিষয়টি জানার পর আমরা অভিযান পরিচালনা করেছি এবং সংশ্লিষ্টদের সতর্ক করেছি। সংগঠনের সভাপতিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর