গাজীপুরে এনজিও কর্মী উজ্জল স্ত্রী ও আট মাস বয়সী সন্তানকে সিরাজগঞ্জের গ্রামের বাড়ি পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই নিজেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত উজ্জল (৩৬) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গাজীপুরে "বাসা ফাউন্ডেশন" নামক একটি এনজিওতে চাকরি করতেন এবং স্ত্রী-সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, উজ্জলের শিশুকন্যা কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি বৃহস্পতিবার সকালে স্ত্রী ও সন্তানকে বাসে করে গ্রামের বাড়ি পাঠান। এরপর দুপুরে বাসার আসবাবপত্রসহ একটি পিকআপে করে নিজেও রওনা হন বাড়ির উদ্দেশে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটলো দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী পান্না সরকার জানান, বিকেল চারটার দিকে একটি পিকআপ গাড়ি গোড়াই মিলগেট এলাকায় মহাসড়কের পাশে থেমে থাকা একটি লোডারের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। লোডারের ওপরে থাকা খননযন্ত্রের ধাতব অংশ পিকআপের কেবিনে ঢুকে গেলে সামনে বসা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহত হন উজ্জল, তার এক সহকর্মী (পরিচয় এখনো অজানা) এবং পিকআপচালক আল আমিন।
উজ্জলের ভাবী জানান, “ভাগ্নি অসুস্থ ছিল, তাই উজ্জল বাসা ছেড়ে স্ত্রী-সন্তানকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ও নিজেই আসবাব নিয়ে বিকেলে রওনা হয়।”
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর