
হাফ ভাড়া বিতর্কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাস্টার বাড়িতে তাকওয়া বাসের হেলপারের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত সিয়াম (১৯) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ির পাশে রোভার স্কাউট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে গাজীপুর সদরের বাউপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে মহাসড়কের মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান পিপিএম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ও স্থানীয়রা বাসিন্দারা জানান, গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহণ বাসে মাস্টার বাড়ি আসার সময়ে তাকওয়া পরিবহনের হেলপারকে হাফবাড়া দিতে চাইলে তাকওয়া পরিবহনের হেলপারের সাথে হাফ বাড়া নিয়ে সিয়ামের কথা কাটাকাটির এক পর্যায়ে সিয়ামকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় এবং পিছনে থেকে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
ওসি বলেন, সদর থানার এস আই আবুল কাশেম ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
তাকওয়া পরিবহনের বাসটি আটক কর হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা করছি। এ বিষয়ে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর