
ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (৯ মে) জুম্মার নামাজ পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের জামে মসজিদ থেকে মিছিলটি বের করে।
মিছিলটি শহরের প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সজীব সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র মুখ্য সংগঠক জুবায়ের আল ইসলাম সেজান, যুগ্ম আহ্বায়ক মুনতাসিল হাসান মেহেদী, মুখপাত্র টি.এম মুশফিক সাদ ও যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত ইসানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারকার্য দ্রুত শেষ করার দাবি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর