
নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে ডাকাতি ভিটা মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত শফির উদ্দিন মণ্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডি২৪লাইভ'কে জানান, গতরাতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর