
আমরা এখন পর্যন্ত বহু সংস্কারের বুলি শুনি, এই সংস্কার সেই সংস্কার কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত একটি সংস্কার একটি দফা দিতে পেরেছে? সরকার এখনো সেই ঐক্যমতের কমিশন নিয়েই বসে আছে, কি করবো না করবো ভেবেই চলেছে।
তবে আমাদের কথা হচ্ছে আগেও তো মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন ছিল সেই কমিশনগুলো কি কাজ করেছে। আমরা দেখতে পেয়েছি শুধু ইচ্ছে ছিল না বিধায় ওই কমিশনগুলো কাজ করতে পারেনি।
আজ ঐক্যমতের কমিশন প্রায় ৯ মাস পার করেছে। ৯ মাস ধরতে গেলে কোন অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ যদি তিন মাস করে থাকে তাহলে তিনটি অন্তবর্তীকালীন সকারের মেয়াদ শেষ হয়েছে তবে তারা সংস্কারের এখন পর্যন্ত কোন সূচনা করতে পারেননি। সেই জায়গাতে বিএনপি ৩১ টি দফা নিয়ে মাঠে নেমেছে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শনিবার (১০ মে) দুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা মডেল মসজিদ চত্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল। ওই কর্মশালা শেষে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি এখন তো সংস্কার করতে পারবে না। তবে যখন সরকার গঠন করতে পারবে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। সকল শ্রেণি পেশার মানুষ নিয়ে একটি রাষ্ট্রকে নিজের মত করে স্বনির্ভর করে পরিচালনার জন্য যা যা করতে হয় তার সবই ৩১ দফার মধ্যে রয়েছে।
তিনি বলেন ৩১ দফা নিয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি আমরা সারাদেশে ৩১ দফার ব্যাপক সাড়া পাচ্ছি। বিএনপি এখন পর্যন্ত যা নিয়ে মাঠে আছে এখন পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দল তা নিয়ে মাঠে নেই। মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য এবং জীবন মানকে পরিবর্তন করার জন্য যা যা করা দরকার তা সবই ৩১ দফার মধ্যে রয়েছে। ৩১ দফা বাস্তবায়নে ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাগাতিপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ রহমান ও ছাত্রনেতা হুমায়ুন কবির পান্তর সঞ্চালনায় ওই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর