
বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এক মামলার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ মে) ভোরে সিমাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোমেনা খাতুন (৫৩), বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের স্ত্রী শিখা খাতুন (৪০)।
শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গত ২৮ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপরি সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দায়েরকৃত মামলা তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর