
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (মূল)–এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার (১১ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের একটি আভিযানিক দল উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন, একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জীবন চাকমা ওরফে কিনাধন চাকমা (২৮)। তিনি লক্ষ্মীছড়ি উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের কৈলাশ মহাজনপাড়ার বাসিন্দা এবং মৃত শান্তি চাকমার ছেলে।
নিরাপত্তা বাহিনী পরে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, জীবন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জীবন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবিও জানিয়েছে স্থানীয় জনসাধারণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর