
লালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) গভীর রাতে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে যাওয়া শ্রমিকরা স্থানীয় এরশাদ হোসেনের বাগানে একটি ভাঙা সুপারি গাছের নিচে আবেদ আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
স্থানীয়দের দাবি, আবেদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি গভীর রাতে সুপারি চুরি করতে গাছে উঠে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
তবে নিহতের স্ত্রী মমেনা বেগম জানান, "রাতে মোবাইলে ওয়াজ শুনছিলেন। ভোররাতে বাড়ি থেকে বের হন। পরে শুনি, গাছ থেকে পড়ে মারা গেছেন।"
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, "গাছটি পুরোনো ও দুর্বল ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছে উঠে সুপারি পারতে গিয়ে নিচে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর