
কুমিল্লা জেলার উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী ও দেশের খ্যাতনামা ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, "কুমিল্লা আজ দেশের জন্য একটি রুল মডেল হিসেবে বিবেচিত। কিন্তু এখনো অনেক এলাকা, বিশেষ করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।"
সোমবার (১২ মে) বিকেলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মিলনস্থল দড়িয়ার পাড় ইদগাহ ময়দানের উন্নয়নে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে উন্নয়ন, স্বৈরাচারের পতন ও গঠনমূলক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় কুমিল্লা সবসময় আলোচনায় ছিল। বিগত সরকারের আমলে কুমিল্লার নামের সঙ্গে কাজের মিল ছিল না।
কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একটি সম্পদ, কুমিল্লার উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছেন। ইনশাআল্লাহ, সুযোগ পেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।”অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দড়িয়ার পাড় ইদগাহ ময়দানের সভাপতি ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন দড়িয়ার পাড় ইদগাহ ময়দানের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান,সহ-সভাপতি ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাবেদ কাউছার সবুজ,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত করিম,সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. দিদারুল আলম ভুঁইয়া,উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান ভুঁইয়া, দড়িয়ার পাড় ইদগাহ ময়দানের সদস্য মো. আবু জাহের, মো. গিয়াস উদ্দিনসহ দুই উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইদগাহ ময়দানের সদস্যরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর