
হঠাৎ করেই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। গত ১১ মে সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
ওইদিনই এক চিঠিতে তার ছুটিতে যাওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন। রাষ্ট্রদূত ছুটিতে পাকিস্তান গেলেও তার পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৈয়দ আহমদ মারুফের পাকিস্তান যাওয়ার চিঠিতে ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা ছাড়ার কথা উল্লেখ রয়েছে। তিনি কবে ফেরত আসবেন তা চিঠিতে জানানো হয়নি। মৌখিকভাবে জানতে চাইলে মিশন থেকে দুই সপ্তাহের কথা বলা হয়েছে।
সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন; সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৈয়দ আহমদ মারুফ ১১ মে থেকে ছুটিতে থাকবেন। তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ।
উল্লেখ্য, সৈয়দ আহমদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে কাজ শুরু করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর