
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুম খান।
জানা যায়, গত বছরের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলের ছাদে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম সৌরভকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেন সাইমুম। ঘটনার পর ভুক্তভোগী তৎকালীন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিলেও, বিষয়টি মীমাংসা হয়নি বলে দাবি করেন তিনি।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাইমুমের উপস্থিতির খবর পেয়ে ভুক্তভোগী সৌরভসহ কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে সাইমুমকে ক্যাম্পাসস্থ থানায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী সৌরভ বলেন, “তার বান্ধবী আমার বিভাগে পড়ে, সে আমার এক বান্ধবী। একদিন তার সঙ্গে ঘোরাফেরার বিষয়টি নিয়ে সাইমুম আমার ওপর ক্ষিপ্ত হয়। ছাদে ডেকে নিয়ে মারধর করে এবং ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। পালিয়ে আসার সময় ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দিলে আমি গুরুতর আহত হই।”
অন্যদিকে, অভিযুক্ত সাইমুম খান দাবি করেন, “আমি শুধু সনদ তুলতে ক্যাম্পাসে গিয়েছিলাম। মেইন গেইটের বাইরেই ছিলাম, ভিতরে প্রবেশ করিনি। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটলো, বুঝতে পারছি না।”
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীরা ওই যুবককে থানায় হস্তান্তর করেছে। আমরা জানতে পেরেছি, তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হবে।”
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর